Logo

হাসিনার মামলায় পিনাকী আটকের বিষয়ে যা জানাল রিউমর স্ক্যানার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৪:৩৫
15Shares
হাসিনার মামলায় পিনাকী আটকের বিষয়ে যা জানাল রিউমর স্ক্যানার
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকী ভট্টাচার্য’ শিরোনামে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে ফ্রান্সে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি। যাচাইয়ে দেখা গেছে, শেখ হাসিনা ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং তাকে আটকও করা হয়নি। বরং পুরোনো কিছু ঘটনার ভিডিও সম্পাদনা করে নতুন করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটিতে চ্যানেল ২৪ ও সময় টিভির লোগো ব্যবহার করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, ভিডিওর কিছু অংশ ২০২৩ সালের ২৮ এপ্রিল চ্যানেল ২৪-এর একটি প্রতিবেদনের সঙ্গে মিলে যায়।

বিজ্ঞাপন

সেই প্রতিবেদনে উল্লেখ ছিল, রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক নেতা মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করেছিল।

অন্যদিকে, সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনের অংশও ওই ভাইরাল ভিডিওতে ব্যবহৃত হয়েছে। সেখানে বলা হয়েছিল, ফ্রান্সে আওয়ামী লীগের কয়েকজন নেতা প্যারিসের আদালতে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। অর্থাৎ সেটি তিন বছর আগের ভিন্ন ঘটনা।

বিজ্ঞাপন

এছাড়া, অনুসন্ধানে IBTV USA নামের ইউটিউব চ্যানেলে সাংবাদিক মাসুদ কামালের একটি ভিডিও পাওয়া যায়, যা ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত। ওই ভিডিওতে পিনাকীকে নিয়ে তিনি সমালোচনা করেন বটে, তবে কোথাও আটক হওয়ার কথা উল্লেখ করেননি।

সবশেষে, পিনাকী ভট্টাচার্যের নিজের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৭ অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে তাকে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে বক্তব্য রাখতে দেখা যায়, যা প্রমাণ করে তিনি তখনও মুক্তভাবে অনলাইনে সক্রিয় ছিলেন।

সব মিলিয়ে, যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়া গেছে ‘শেখ হাসিনার মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও গুজবনির্ভর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে, যা তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD