Logo

আইনের শাসন কাকে বলে, তা আগামী নির্বাচনে দেখাতে চাই: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১১ অক্টোবর, ২০২৫, ১৩:০৯
6Shares
আইনের শাসন কাকে বলে, তা আগামী নির্বাচনে দেখাতে চাই: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আইনের শাসন কাকে বলে, তা আমরা আগামী জাতীয় নির্বাচনে দেখাতে চাই।”

বিজ্ঞাপন

তিনি জানান, ভোট গ্রহণের সময় প্রিজাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে, তবে সেই ক্ষমতা প্রয়োগে অবহেলা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে আয়োজিত “নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি নাসির উদ্দিন বলেন, “যদি প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং সেটিই গণতন্ত্রকে শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন চায় এমন একটি নির্বাচন আয়োজন করতে, যেখানে প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে। আমরা চাই, জনগণ যেন নিজের ভোটের মূল্য বুঝতে পারে এবং সেই ভোট যেন সঠিকভাবে গণনায় প্রতিফলিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে কোনো প্রকার অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই। কমিশন চাইলে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তোলা সম্ভব, যদি মাঠের কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আইনের শাসন কাকে বলে, তা আগামী নির্বাচনে দেখাতে চাই: সিইসি