নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ করার দাবি

নোয়াখালীর জনগণ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো নোয়াখালীকে নবম স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে এই দাবির পক্ষে বক্তব্য দেন গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকাস্থ নোয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ড. মোস্তফা হাজের ফাউন্ডেশনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই প্রেসক্লাব এলাকায় নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানুষ উপস্থিত হতে থাকেন। অংশগ্রহণকারীরা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’, ‘বিভাগ বিভাগ বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই’ জাতীয় স্লোগান দেন।
বিজ্ঞাপন
সমাবেশে সোহেল মিয়া বলেন, “আমরা নোয়াখালীবাসী দেশের বিভিন্ন উন্নয়নের সঙ্গে সবসময় এক থাকতে পেরেছি। কিন্তু জনমতের সমর্থন না নিয়ে কুমিল্লার সঙ্গে যুক্ত করে বিভাগ ঘোষণায় আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। প্রশাসন যদি সত্যিকারের উন্নতি চায়, তাহলে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানাই।”
অন্য একজন অংশগ্রহণকারী মেহেদী হাসান বলেন, “দেশের জিডিপিতে আমাদের অবদান ৩৭ শতাংশ, এবং প্রয়োজনে ৫০ শতাংশও দিতে পারি, তবে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।”
বিজ্ঞাপন
গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য নূরনবী বলেন, “নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা, তবে আমরা সবসময় বঞ্চনার শিকার হয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিভাগ ঘোষিত হয়নি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার কাছে দ্রুত নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করার দাবি জানাচ্ছি।”
এই দাবির মাধ্যমে নোয়াখালীবাসী প্রশাসনিক স্বাতন্ত্র্য ও অঞ্চলটির দ্রুত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।