ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চায় ইনকিলাব মঞ্চ

গুম-খুনে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাকে ‘সেফ এক্সিট’ দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জাতীয় নিরাপত্তার স্বার্থে দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেছে, ভারতের সংশ্লিষ্টতা থাকায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা প্রয়োজন।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি ৫ দফা দাবি উত্থাপন করেন, যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের উত্থাপিত ৫ দফা দাবি হলো-
১️. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
২️. গুম-খুনের ঘটনায় ভারতের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকার অভিযোগে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে।
বিজ্ঞাপন
৩️. পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪️. পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকার কাটছাঁট ছাড়াই জনসমক্ষে প্রকাশ করতে হবে।
৫️. ক্যান্টনমেন্ট থেকে ‘সেফ এক্সিট’ পাওয়া ৬২৬ জনসহ অন্য যেসব অপরাধী দেশত্যাগ করেছে, তাদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।
বিজ্ঞাপন
শরিফ উসমান হাদি বলেন, “জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো রকম আপস করা যায় না। গুম-খুনের নেপথ্যে যারা জড়িত, তাদের আইনের মুখোমুখি করতেই হবে, তারা যত প্রভাবশালীই হোক না কেন।”
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে দুর্বল করছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।