Logo

গত সরকারের পরামর্শক ফি দিয়েই বাস্তবায়ন হচ্ছে পুরো প্রকল্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৯:৫৮
13Shares
গত সরকারের পরামর্শক ফি দিয়েই বাস্তবায়ন হচ্ছে পুরো প্রকল্প
ছবি: সংগৃহীত

বিগত সরকারের সময়ের শুধু পরামর্শক ফি দিয়েই বর্তমানে প্রায় পুরো একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ শুরু হলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু এসব প্রশ্ন জনগণের টাকার প্রতি দায়বদ্ধতা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অতীতে ফ্যাসিবাদের সময়ে এর চেয়েও ছোট প্রকল্পে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ব্যয় হলেও কেউ কিছু বলেনি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা এখন বিগত সরকারের আমলের শুধু পরামর্শক ফির টাকায় পুরো প্রকল্প বাস্তবায়ন করছি। সব ধরনের অপপ্রচেষ্টা মোকাবিলা করেই সরকার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।”

উপদেষ্টা জানান, জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি ও ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও একটি ঔষধি গাছ রোপণ করা হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গত সরকারের পরামর্শক ফি দিয়েই বাস্তবায়ন হচ্ছে পুরো প্রকল্প