Logo

ক্ষুধা নয়, অস্ত্র ক্রয়ে ব্যয় হচ্ছে: ড. ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৮:৪১
13Shares
ক্ষুধা নয়, অস্ত্র ক্রয়ে ব্যয় হচ্ছে: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

বিশ্বজুড়ে ক্ষুধা ও অভাবের মূল কারণ সম্পদের অভাব নয়, বরং মানবসৃষ্ট অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা -এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, পৃথিবীতে খাদ্য সংকট নয়, বরং নীতির সংকটই আজ মানবতার প্রধান শত্রু।

রবিবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে ড. ইউনূস বলেন, “২০২৪ সালে বিশ্বে প্রায় ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত অবস্থায় ছিল। অথচ আমরা পৃথিবীতে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি কোনো উৎপাদনগত সমস্যা নয়, এটি অর্থনৈতিক ও নৈতিক ব্যর্থতা।”

বিজ্ঞাপন

তিনি বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের তুলনায় ক্ষুধা নিরসনের জন্য অর্থ বরাদ্দের অপ্রতুলতাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, “আমরা যখন ক্ষুধা দূর করতে কিছু বিলিয়ন ডলার জোগাড় করতে পারিনি, তখনই বিশ্বব্যাপী অস্ত্র ক্রয় ও যুদ্ধ প্রস্তুতির পেছনে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এটি আমাদের সভ্যতার নৈতিক পরাজয়।”

তিনি আরও বলেন, মানবতার ভবিষ্যৎ রক্ষায় এখন সময় এসেছে অর্থনৈতিক নীতি, অগ্রাধিকার ও লক্ষ্য পুনর্বিবেচনার। ক্ষুধা দূরীকরণে বিনিয়োগ না করে যদি দেশগুলো অস্ত্র প্রতিযোগিতায় মেতে থাকে, তবে বৈষম্য ও অশান্তি আরও বাড়বে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

ড. ইউনূসের এই বক্তব্য বিশ্ব নেতাদের অগ্রাধিকার নির্ধারণে নতুন করে চিন্তার খোরাক দিয়েছে এবং টেকসই অর্থনৈতিক সংস্কারের আহ্বান হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD