রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিজ্ঞাপন
বৈঠকে উপস্থিত রয়েছেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: জাল নোট নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের আরেকটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সফল করতে নানা প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন দিক নির্দেশনা দিতে পারে।