Logo

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এ বিষয়ে ছাড় হবে না: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৫, ২০:২৮
7Shares
ফেব্রুয়ারিতেই নির্বাচন, এ বিষয়ে ছাড় হবে না: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্যে প্রণীত জুলাই সনদ এখন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডি (রব), এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন। এখন সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, উৎসবমুখরভাবেই হবে -এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এর জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ১৭ অক্টোবর শুক্রবার উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। “জাতি অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষায় আছে। এই সনদ শুধু একটি দলিল নয়, এটি একটি ঐতিহাসিক অর্জন। যা রাজনৈতিক সংস্কৃতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।”

ড. ইউনূস বলেন, “জুলাই সনদ সই হওয়াই শেষ নয়, বরং এটি একটি বড় অধ্যায়ের শুরু। এই দলিলকে পাঠ্যপুস্তক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, যেন দেশের প্রতিটি মানুষ জানে কেন ও কিভাবে আমরা ঐকমত্যে পৌঁছেছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আপনারা যে আলোচনা ও বিতর্ক করেছেন, তা জাতির অমূল্য সম্পদ। এগুলো ভিডিও ও বই আকারে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বাংলাদেশের ইতিহাসে কীভাবে একটি অসম্ভবকে সম্ভব করা হয়েছিল।”

গর্ব প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা যেই ঐতিহাসিক কাজটি করেছেন, তা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেও দৃষ্টান্ত হয়ে থাকবে। ঐকমত্যে পৌঁছানো কঠিন ছিল, কিন্তু আপনারা তা করেছেন। এই অর্জন যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবে।”

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এ বক্তব্য আসন্ন নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দূর করেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD