Logo

প্রবেশে বাধার অভিযোগ ‘সত্য নয়’ বলছে ফায়ার সার্ভিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৭:০৬
17Shares
প্রবেশে বাধার অভিযোগ ‘সত্য নয়’ বলছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে কোটি টাকার মালামাল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে বিলম্ব করা হয়। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের কেমিক্যাল গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর থেকে অপেক্ষা করলেও এখনো ভেতরে প্রবেশের অনুমতি পাননি তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রথমদিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি অনুমতির জন্য প্রায় আধা ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়েছে। ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। কেউ কেউ মনে করেন, শুরুতেই যথাযথ পদক্ষেপ নিলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না।

কার্গো ভিলেজে কাজ করা কুইক এক্সপ্রেসের কর্মী সাঈদ বলেন, “ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত এলেও গেট দিয়ে ঢুকতে পারেনি। প্রায় আধা ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এর মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।”

বিজ্ঞাপন

একইভাবে এক কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মী আল-আমিন জানান, “আমাদের প্রায় সাত টন পণ্য ছিল। এখন কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।”

আরেকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “আমাদের গার্মেন্টসের ফেব্রিক্স ও স্যাম্পল সব পুড়ে গেছে। নতুন অর্ডার ঝুঁকিতে পড়েছে। বিমা থাকলেও এ ক্ষতি পূরণ সম্ভব নয়।”

বিজ্ঞাপন

অন্যদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের টিম সময়মতো পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ বিষয়ে মহাপরিচালকও জানিয়েছেন, এ দাবি সত্য নয়।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD