Logo

‘বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসনীয়’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৮:৩৭
460Shares
‘বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসনীয়’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতা প্রদর্শনের জন্য সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেনা সদস্যদের যেভাবে আদালতে হাজির করা হয়েছে, তা আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “আজ ১৫ জন সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তাদের আদালতে আনার পুরো প্রক্রিয়ায় সেনা প্রশাসনের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা দেখিয়েছেন, তা দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত।”

সাব-জেলে তাদের রাখার বিষয়ে প্রশ্ন করা হলে ড. আসিফ নজরুল বলেন, “কোথায় এবং কীভাবে তাদের রাখা হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। এটি নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে এবং সেনাবাহিনীর সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আইন উপদেষ্টার এই মন্তব্যকে বিচার ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD