Logo

পররাষ্ট্র উপদেষ্টার কা‌ছে আইএলও’র নবনিযুক্ত প্রতি‌নি‌ধির পরিচয়পত্র পেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ২২:১১
355Shares
পররাষ্ট্র উপদেষ্টার কা‌ছে আইএলও’র নবনিযুক্ত প্রতি‌নি‌ধির পরিচয়পত্র পেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পরিচয়পত্র পেশ ক‌রে‌ছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে উপদেষ্টার দপ্ত‌রে পরিচয়পত্র পেশ ক‌রেন আইএলও’র নবনিযুক্ত প্রতি‌নি‌ধি।

তিনি বাংলাদেশের সরকার ও সামাজিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও টেকসই বিনিয়োগ সুযোগ বাড়াতে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের যৌথ প্রচেষ্টা শুধু বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আরও শোভন কর্মপরিবেশ নিশ্চিতই নয়, বরং দেশের বিনিয়োগ আকর্ষণের সক্ষমতাও বাড়াবে।

আইএলও বাংলাদেশ সরকার ও এর ত্রিপক্ষীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে শ্রম আইন পর্যালোচনা ও সংশোধন, শ্রম অধিকার, পেশাগত নিরাপত্তা এবং আইন প্রয়োগে কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে আসছে।

বিজ্ঞাপন

ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে তুনিওন দোহায় আইএলও অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD