Logo

সমৃদ্ধির জন্য গবেষণা-উদ্ভাবনে মনোযোগ বাড়াতে হবে: জনপ্রশাসন সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ১৫:৩১
31Shares
সমৃদ্ধির জন্য গবেষণা-উদ্ভাবনে মনোযোগ বাড়াতে হবে: জনপ্রশাসন সচিব
ছবি: প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেছেন, বৈষম্যহীন সমৃদ্ধ জাতিরাষ্ট্র গঠনের জন্য গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ বাড়ানো অপরিহার্য। বিজ্ঞান ও প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৪৪তম জাতীয় কাউন্সিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মেধাবীদের পেশা পরিবর্তন করে নিম্নপদে যোগ দেওয়া জাতীয় মেধার অপচয় এবং এটি দেশের জন্য ক্ষতির কারণ। রাষ্ট্রীয়ভাবে গবেষণার সুযোগ সৃষ্টি করতে সরকার ইতিমধ্যেই কাজ করছে।

বিজ্ঞাপন

সচিব বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এটি মেধার প্রতি অন্যায়। ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা ও বেতন কাঠামোর সমস্যা নিয়ে জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই কাজ করছে।

প্রধান অতিথি বলেন, পেশাগত সুযোগের পাশাপাশি জাতীয় স্বার্থকেও প্রাধান্য দিতে হবে। প্রকৌশল ক্ষেত্রের নিম্নমানের কর্মসংস্কৃতির বদনাম দূর করতে ডিপ্লোমা প্রকৌশলীদের মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। ৭১টি জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, এবং দিনব্যাপী জাতীয় প্রেক্ষাপটে সাংগঠনিক ও ইনস্টিটিউশনাল বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সমৃদ্ধির জন্য গবেষণা-উদ্ভাবনে মনোযোগ বাড়াতে হবে: জনপ্রশাসন সচিব