Logo

কোর অব ইঞ্জিনিয়ার্স দায়িত্ববোধ নিয়ে কাজ করছে: সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৩:৫৬
11Shares
কোর অব ইঞ্জিনিয়ার্স দায়িত্ববোধ নিয়ে কাজ করছে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোর অব ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর একটি স্বনামধন্য শাখা, যার সদস্যরা দেশ-বিদেশে সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণে অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছেন।

রবিবার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এর নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেনাপ্রধান আরও বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে কোর অব ইঞ্জিনিয়ার্স দেশের উন্নয়ন কার্যক্রমে যে অবদান রাখছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। ইসিএসএমই-তে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিআইআইএসএস-এর মহাপরিচালক, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডজুট্যান্ট জেনারেল, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD