Logo

একজনের নামে কতটি সিম রাখা যাবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৪:২২
52Shares
একজনের নামে কতটি সিম রাখা যাবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মোবাইল সিমকার্ড ব্যবহারে নতুন সীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের নামে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায়, একজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অন্য কেউ অপরাধমূলক কার্যক্রম চালায়। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই নিবন্ধিত সিমকার্ডের সংখ্যা সীমিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ঘটনার পর দেখা যায় সিমটি যার নামে, সে এর সঙ্গে যুক্ত নয়। এ ধরনের জটিলতা এড়াতে সিমের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপ সাইবার অপরাধ ও ফোনভিত্তিক প্রতারণা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD