নিহতের পরিবার পাবে ৫ লাখ, কর্মক্ষম সদস্যকে দেওয়া হবে চাকরি

রাজধানীতে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ফাওজুল কবির খান বলেন, নিহতের পরিবারের সব দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর পরিবারে যদি কর্মক্ষম কেউ থাকে, তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেবেন বলেও জানান।
বিজ্ঞাপন
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।








