Logo

শাহজালালে অগ্নিকাণ্ড: প্রযুক্তি খাতে ক্ষতি প্রায় ৩৫ কোটি টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৪:০২
12Shares
শাহজালালে অগ্নিকাণ্ড: প্রযুক্তি খাতে ক্ষতি প্রায় ৩৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।

বিজ্ঞাপন

প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা, তবে বাস্তব ক্ষতি আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

বিসিএস জানায়, অগ্নিকাণ্ডে তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে দেশের প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে, যা সাময়িকভাবে বাজারে ডিভাইসের সরবরাহে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

গত ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের পর বিসিএস জরুরি ভিত্তিতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষতির পরিমাণ জানতে চিঠি পাঠায় এবং অনলাইন ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, শুধু সদস্য প্রতিষ্ঠানের প্রযুক্তিপণ্যেই প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ এবং রিভ সিস্টেম।

বিজ্ঞাপন

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এখনও সব প্রতিষ্ঠানের পূর্ণ তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক হিসাবে ৩৫ কোটি টাকার ক্ষতি ধরা হলেও প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে। এই দুর্ঘটনা শুধু সদস্য প্রতিষ্ঠানগুলোর নয়, পুরো দেশের আইসিটি খাতের জন্য এক বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত প্রযুক্তিপণ্য দেশে এসে এভাবে পুড়ে যাওয়া বড় আর্থিক বিপর্যয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বিমানবন্দর কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া জরুরি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শাহজালালে অগ্নিকাণ্ড: প্রযুক্তি খাতে ক্ষতি প্রায় ৩৫ কোটি টাকা