নিহত আজাদের স্ত্রীকে চাকরি দিচ্ছে ডিএমটিসিএল

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদ এর স্ত্রী আইরিন আক্তার পিয়াকে চাকরি দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।
তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে প্রাথমিকভাবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে অনার্স সম্পন্ন হলে তাঁকে অফিসার পদে উন্নীত করা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনের পাশে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে গুরুতর আহত হন পথচারী আবুল কালাম আজাদ (৩৫)। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
দুর্ঘটনার পর দুপুর ১২টা ৩০ মিনিটে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে।
তিনি আরও ঘোষণা দেন, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে এবং নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে পরিবারের কোনো কর্মক্ষম সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, দুর্ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) আইনজীবী এনামুল হক নবীন ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়। সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।








