ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে প্রধান আলোচনার বিষয় ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর জনমতের প্রভাব, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়া, সাইবার অপরাধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
বিজ্ঞাপন
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। অদূর ভবিষ্যতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
নির্বাচনের তারিখ ও প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন প্রত্যাশিত সময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট দিন ও তারিখ ঘোষণা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। যেকোনো তারিখেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুরো প্রস্তুত।
শেখ হাসিনার রায় ঘোষণার পর দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিক পরিবেশ শান্ত। কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায়, কঠোরভাবে দমন করা হবে।
বিজ্ঞাপন
অপরাধ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অপরাধের মাত্রা বৃদ্ধি পায়নি। এটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। নাগরিকরা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা গত ১৫ বছরে সীমাবদ্ধ ছিল।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা কারস্টেন উপস্থিত ছিলেন।








