Logo

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করলেন সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৯:৪৬
18Shares
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করলেন সিইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে সহজে ভোট দিতে পারবে। এজন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’ চালু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই অ্যাপটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। দীর্ঘদিন প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি; আজ সেই বঞ্চনা দূর হলো। এটি বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচন কমিশন মাত্র তিন মাসের মধ্যে এই দুঃসাহসিক প্রকল্প সম্পন্ন করেছে। অ্যাপটির মাধ্যমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, তবে এটি নিয়ে ঝুঁকির বিষয় এখনো রয়ে গেছে।

সিইসি বলেন, এই অ্যাপ সম্পর্কে জনগণকে সচেতন করা একটি চ্যালেঞ্জ। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন। প্রায় ১৫০টির বেশি দেশ এতে অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

সিইসি পোস্টাল ভোট বিডি অ্যাপের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই অ্যাপ বৈশ্বিক গণতন্ত্রের নতুন দ্বার খুলে দিচ্ছে। দেশের মধ্যে যাতে পোস্টাল ভোট প্রক্রিয়া বিস্তৃতভাবে কার্যকর হয়, সেটাও আমরা নিশ্চিত করেছি। কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এটি কাজ করবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী ও নির্বাচনে সরাসরি অংশ নিতে অক্ষম ভোটারদের জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD