Logo

দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৭
9Shares
দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ
আলী রীয়াজ | ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) সকালে দেশে ফিরে গণমাধ্যমকে তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরের সময় তার বিশ্ববিদ্যালয়ের ছুটি সংক্রান্ত কিছু কাজ ছিল।

এছাড়া ১৩ নভেম্বর তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মূল সংবিধান এবং পরবর্তী সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি হওয়া নিয়ে একটি সেমিনারে বক্তৃতা দিয়েছেন। সফরের মধ্যেই ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

অধ্যাপক আলী রীয়াজ গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র যান। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার মেয়াদ শেষ হয়েছিল ৩১ অক্টোবর। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি করে। ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হয়। সরকারের সেই সুপারিশের ভিত্তিতে ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে।

বিজ্ঞাপন

দেশে ফেরার পর অধ্যাপক আলী রীয়াজ বলেন, যুক্তরাষ্ট্র সফর এবং বক্তৃতা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশে ফিরে এখন নতুন দায়িত্বে কার্যক্রম শুরু করতে চাই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD