Logo

বিজয় দিবসে এবারও হবে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৪:১৮
12Shares
বিজয় দিবসে এবারও হবে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গতবারের মতো এবারও মহান বিজয় দিবসে কোনো প্যারেড আয়োজন হবে না। তিনি বলেন, দেশের বিভিন্ন কর্মসূচি আগের মতোই অনুষ্ঠিত হবে এবং কোনো অস্থিরতার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য দেন।

তিনি বলেন, আগেও যেভাবে বিজয় দিবস উদযাপন হয়েছে, এবারও একইভাবে হবে, শুধু আরও প্রাণবন্ত হবে। তবে, গতবার যেমন প্যারেড হয়নি, এবারও প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না।

বিজ্ঞাপন

কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করা হয়েছিল। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পর দেশে কোনো ধরনের অস্থিরতা দেখা দেয়নি এবং বিজয় দিবসের দিনও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে, গতকাল রাতে একজন সাংবাদিককে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টি আমি প্রথমবার শুনছি। তদন্তের পর তথ্য জানতে পারব।

বিজ্ঞাপন

পুলিশের দায়িত্ব ও আইন শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, আগে বিষয়টি যাচাই করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD