Logo

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১৫:২৩
25Shares
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল | ফাইল ছবি

আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে। রায়ের পর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এবং এটি কার্যকর হবে পরবর্তী সংসদ থেকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্য ছয় বিচারপতি হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

বিজ্ঞাপন

আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, ত্রয়োদশ সংশোধনীর বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, পূর্বের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত ছিল। তাই অতীতের রায় বাতিল করা হয়েছে। এর ফলে সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছেদ ২(ক)-এর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত বিধানাবলী পুনরুজ্জীবিত হয়েছে। এই বিধানাবলী সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬-এর ধারা ৩ অনুযায়ী পুনর্বহাল ও সক্রিয় হয়েছে।

বিজ্ঞাপন

রায়ে আরও বলা হয়েছে, পুনঃস্থাপিত ও পুনরুজ্জীবিত পরিচ্ছেদ ২(ক)-এ বর্ণিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী ভবিষ্যতের প্রয়োগের জন্য কার্যকর হবে এবং অনুচ্ছেদ ৫৮(খ)(১) ও ৫৮(গ)(২)-এর বিধানাবলীর প্রয়োগ সাপেক্ষে বাস্তবায়িত হবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্যে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে। এটি কার্যকর হবে পরবর্তী সংসদে, যা গণতন্ত্রের স্থিতিশীলতা ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD