আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন প্রণয়ন করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত একটি বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ বলেন, আমরা গণভোট আইন দ্রুত করতে যাচ্ছি। আশা করছি, আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে এটি কার্যকর হবে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
বিজ্ঞাপন
আইন উপদেষ্টা বলেন, একইদিনে দেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ রায় হয়েছে। দীর্ঘ সময়ের সংগ্রামের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়েছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা বহুবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখেছি। এতে ক্ষমতাসীন দলের প্রার্থীও ব্যর্থ হলে তার ফলাফল মেনে চলা হতো, যা আমাদের কাছে স্বাভাবিক মনে হতো। তবে অতীতে সাবেক প্রধান বিচারপতির রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণা করা হয়েছিল। এরপর বর্তমান সরকারের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়।
ড. আসিফ আরও জানান, সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক যেভাবে সেই রায় দেন, তা বহু প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু এখন আপিল বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে সেই রায় বাতিল হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনের পর এটি কার্যকর হবে। সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। এভাবে দেশের নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।
বিজ্ঞাপন
এই রায়ের সঙ্গে গণভোট আইন প্রণয়নের বিষয়টি সরাসরি যুক্ত করে আইন উপদেষ্টা জানিয়েছেন, দেশের ভোটের নিশ্চয়তা ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই আইন দ্রুত প্রণয়ন করা হচ্ছে।








