হাসিনা-কামালকে ভারত থেকে ফেরাতে হেগে যাবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত আনতে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) যাওয়ার পরিকল্পনা করছে সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সরকারপক্ষের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন।
আইন উপদেষ্টা বলেন, আশা করি, ভারত তাদের ফেরত দেবে। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাওয়ার পরিকল্পনা করছে সরকার।
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান শেখ হাসিনা। তার সঙ্গে একইভাবে ভারতে আশ্রয় নেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও এখনো দু’জনকে ফিরিয়ে দেয়নি ভারত।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ আদালত–১। আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে গণভোটের অধ্যাদেশ তৈরি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান আসিফ নজরুল।
বিজ্ঞাপন








