Logo

৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প, নিহত ৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৫, ১৪:০৯
19Shares
৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প, নিহত ৬
ছবি: সংগৃহীত

রাজধানীবাসী ইতিহাসের ভয়াবহ ও আতঙ্কিত এক ভূমিকম্পের সাক্ষী হলো। ৫.৭ মাত্রার এই ভূমিকম্প ঢাকাবাসীর মনে ব্যাপক আতঙ্কের ছাপ রেখে গেছে।

বিজ্ঞাপন

৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষণা কেন্দ্র।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সকালে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি।

বিজ্ঞাপন

জানা যায়, ভূমিকম্পে পুরান ঢাকায় তিন পথচারী নিহত হয়েছে। এর মধ্যে একজন হলেন- স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী। নারায়নগঞ্জের রুপগঞ্জে দেয়ার ধসে শিশুর নিহত, মা হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও নরসিংদিতে দেয়াল ধসে দুইজন নিহত হয়েছে।

নরসিংদীর গাবতলীতে ভবনের ছাদ ধসে তিনজন আহত, হলের চারতলা থেকে লাফ দিয়ে ঢাবির ৩ শিক্ষার্থী আহত বলে জানা গেছে। এছাড়াও গাজীপুরে ভূমিকম্পের আঘাতে টঙ্গী ও শ্রীপুর শিল্পাঞ্চলে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছে। ঢাকা মেডিকেলে অন্তত ১৮ জন ভর্তি রয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আরমানিটোলার ভবন ধসের খবর পাওয়া গেছে।বিভিন্ন জায়গায় ভবন থেকে লাফ দিয়ে অনেকে আহত হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর কয়েকটি এলাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে খবর পাওয়া গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে বেশ তীব্র।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD