Logo

ইসির আইডিইএ প্রকল্পে বড় ধরনের রদবদল, চাকরিচ্যুত ৮০ কর্মী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪২
22Shares
ইসির আইডিইএ প্রকল্পে বড় ধরনের রদবদল, চাকরিচ্যুত ৮০ কর্মী
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের অধীনস্থ আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ-২) প্রকল্পে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তির মেয়াদ না বাড়ানো এবং অনিয়ম–দুর্নীতির অভিযোগের কারণে মোট ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে প্রকল্প কর্তৃপক্ষ। বর্ধিত পর্যায়ে তাদের পুনঃনিয়োগও দেওয়া হয়নি।

আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়— বর্ধিত মেয়াদে আউটসোর্সিং কর্মীদের কর্মদক্ষতা, কাজের মান ও শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে বেশ কয়েকজন অভিযোগ করেছেন, অনেককে ভুয়া বা প্রমাণবিহীন অভিযোগের ভিত্তিতেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, বাদ পড়া ৮০ জনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি থেকে শুরু করে শৃঙ্খলাভঙ্গ পর্যন্ত নানা গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অতীতে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নজির থাকলেও এবার একাধিক কর্মীকে কোনো তদন্ত ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন কমিশন ও প্রকল্পের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বর্ধিত মেয়াদে অভিযুক্তদের পুনঃনিয়োগ না করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

চাকরিচ্যুতদের ২ ডিসেম্বরের মধ্যে দায়িত্বে থাকা সরকারি মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মালামাল বুঝিয়ে দেওয়া ও ছাড়পত্র নেওয়ার পরই তাদের বকেয়া বেতন–ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রকল্প কার্যালয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD