Logo

৪৬তম বিসিএসের দুই প্রার্থীর ফল বাতিল করল পিএসসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪৯
26Shares
৪৬তম বিসিএসের দুই প্রার্থীর ফল বাতিল করল পিএসসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও ফলাফল বাতিল করেছে। তালিকায় নাম না থাকা সত্ত্বেও বাংলা প্রথমপত্রে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা প্রথমপত্রের (বিষয় কোড–০০১) তালিকায় অন্তর্ভুক্ত না থাকলেও দুই পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়ম ভঙ্গ করে বেআইনিভাবে সুবিধা নেওয়ায় এটি কমিশনের বিধিবদ্ধ নিয়মের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। এজন্য রেজিস্ট্রেশন নম্বর ১১০০২৫২৭ এবং ১২০০০১৫১—এই দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও ফলাফল বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

পিএসসি আরও জানিয়েছে, অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে অতিরিক্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি কমিশনের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হবে।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী। চলতি মাসের শেষ সপ্তাহে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে পিএসসি। সময়সূচি যথাসময়ে জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD