Logo

এভারকেয়ার হাসপাতালে হেলিকপ্টার অবতরণ করবে সেনাবাহিনী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
79Shares
এভারকেয়ার হাসপাতালে হেলিকপ্টার অবতরণ করবে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের আওতায় আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষা মূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ করা হয়েছে যে, এই বিষয়কে কেন্দ্র করে কোনো অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি না করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করতে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্ত মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গৃহীত হয়। বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা, নিরাপত্তা, যাতায়াত এবং উচ্চ মর্যাদা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন মূলত নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সেনা ও বিমান বাহিনী কর্মীরা নিরাপত্তা, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত থাকবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD