Logo

এভারকেয়ার হাসপাতালে বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪২
37Shares
এভারকেয়ার হাসপাতালে বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি প্লাটুন মোতায়েন করেছে।

বিজ্ঞাপন

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্লাটুন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালন করছে, আরেকটি প্লাটুন আশেপাশের এলাকায় টহল দিচ্ছে।

এর আগে সোমবার রাতেও অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং দলের নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুলিশ ব্যারিকেড বসানো হয়েছিল। তবে বুধবার সকাল থেকে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা এভরোকেয়ার হাসপাতালের দিকে জড়ো হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ব্যারিকেডের বাইরে তারা নির্দিষ্ট এলাকায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়। এরপর গতকাল দুপুর ২টা ২০ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সামনে পুলিশ, এসএসএফ ও বিজিবির যৌথ টহল ও উপস্থিতি নিশ্চিত করছে।

এই প্রহরায় হাসপাতাল সংলগ্ন এলাকায় সতর্ক ও নিয়ন্ত্রিত পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, খালেদা জিয়ার নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বজায় রাখা হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে সারাদিন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD