আতঙ্কে তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়

নিয়োগ প্রত্যাশীদের আন্দোলনের প্রভাবে রাজধানীর রমনা এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের গেট তালাবদ্ধ রাখা হয়েছে। পাশাপাশি ভেতরে সেবাগ্রহীতাদের প্রবেশও সীমিত করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি। অফিসে কথা বলার চেষ্টা করলেও চেয়ারম্যানসহ কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের কেচি গেটে তালা লাগানো রয়েছে। গেটের সামনে কয়েকজন সেবাপ্রত্যাশী ভিড় করেছেন। ভেতরের কর্মকর্তারা কাগজপত্র দেখার প্রয়োজনের ভিত্তিতে সাময়িকভাবে গেট খুলে দিচ্ছেন, পরে আবার বন্ধ করে রাখছেন।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে বিজিবি মোতায়েন
বিজ্ঞাপন
কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানের গাড়ি আন্দোলনকারীদের হাতে আটকে যাওয়ার ঘটনার পরদিন থেকেই কার্যালয়ে সতর্কতামূলক ব্যবস্থা চালু হয়েছে। এর বেশি কিছু নয়।
নিয়োগ প্রত্যাশীরা ও কমিশনের সিদ্ধান্ত জানতে বেলা ১১টা থেকে প্রায় আধাঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কোনো কর্মকর্তা দেখা দেননি। গেটের বাইরে থেকে ভবনের ভেতর খবর পাঠালে জানানো হয়, চেয়ারম্যান আমিনুল ইসলাম মিটিংয়ে ব্যস্ত আছেন। ফোন ও এসএমএসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
পরে একজন উপপরিচালক জানালেন, সবাই ব্যস্ত আছেন, এখন কেউ কথা বলতে চান না।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টেলিটকের সঙ্গে সভা শেষে বের হওয়ার সময় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া কয়েকজন চাকরিপ্রত্যাশী চেয়ারম্যানের গাড়ি ঘিরে ধরেন। এ সময় আন্দোলনকারীরা গাড়ি আটকে রাখেন এবং ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ হস্তক্ষেপ করে লাঠিচার্জের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
কার্যালয় সূত্র জানায়, আন্দোলনকৃত পরিস্থিতি থেকে সুরক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।








