Logo

ভোজ্যতেলের হঠাৎ দাম বৃদ্ধির কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৯
16Shares
ভোজ্যতেলের হঠাৎ দাম বৃদ্ধির কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ফাইল ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বাজারে ভোজ্যতেলের দাম হঠাৎ লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই এবং সরকারের কোনো অনুমোদনও দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সম্মতি গ্রহণ করেনি। আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। আমরা ইতিমধ্যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি এবং বৈঠকের পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সব কোম্পানি একসাথে মিলিত হয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। এটি বৈধ নয়। আমরা গতকাল ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছি। সেই হিসেবে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হচ্ছে, এর যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না।

শেখ বশিরউদ্দীন উল্লেখ করেন, কোম্পানিগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয়। যদি আইন লঙ্ঘন করা হয়, আমরা দৃশ্যমান পদক্ষেপ নেব। যারা দাম বাড়িয়েছে, তাদের সঙ্গে আলোচনায় বসেছি। আগেও তারা দাম বাড়ানোর চেষ্টা করেছিল, আমরা অনুমতি দিইনি। এবারও আমাদের পদক্ষেপ থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাজারে ভোজ্যতেলের দাম হঠাৎ বৃদ্ধি জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, কোনো ব্যবসায়ী সরকারের ছাড়পত্র ছাড়া দাম বাড়াতে পারবে না এবং আইন লঙ্ঘন ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD