Logo

জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৭
45Shares
জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় সময় ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

এর মধ্যে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং পঙ্গু, বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য কেন্দ্রে বিশেষ সহায়তার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, ভোট এখন সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সময় বৃদ্ধি করা হয়েছে সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে। স্থান সংকুলান অনুযায়ী ভোটকক্ষে একাধিক সিক্রেট বুথ স্থাপন করা হবে, প্রয়োজন হলে আলাদা বুথ তৈরি করা হবে।

বিজ্ঞাপন

প্রবাসী ও দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ছাপানো আগামীকাল থেকে শুরু হবে এবং পরের দিন বিদেশে পাঠানো হবে। পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিন ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম চলবে।

আচরণবিধি বাস্তবায়নে প্রচার সামগ্রী অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হবে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমে কোনো বাধা থাকবে না।

বিজ্ঞাপন

নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের আগের রাতে কেন্দ্রে পৌঁছানোর পর স্থানীয় কারও সহায়তা না নেওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে এবং সে জন্য প্রয়োজনীয় বাজেট দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন বিষয়ে এই সপ্তাহের মধ্যেই পরিপত্র জারি করা হবে।

নির্বাচনে অনিয়ম ও ভুয়া তথ্য মোকাবিলায় কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে। ৩০০ আসনে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করবে। তফসিল ঘোষণার পরপরই প্রত্যেক উপজেলা ও থানায় ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে, যা নির্বাচনের শেষ পাঁচ দিনে আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

এছাড়া ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। দুর্গম এলাকায় ব্যালট পেপার ও কর্মকর্তাদের পরিবহনে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। ব্যালট পেপার আগের রাতেই সরবরাহ করা হবে এবং পুরো প্রক্রিয়ায় কঠোর তদারকি থাকবে বলে ইসি জানিয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD