Logo

দাবি আদায় না হলে চলবে আন্দোলন, হুঁশিয়ারি শিক্ষার্থীদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০
10Shares
দাবি আদায় না হলে চলবে আন্দোলন, হুঁশিয়ারি শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেড় থেকে দুইশ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আন্দোলন থামানো হবে না এবং আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরছেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি এখনও অব্যাহত। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। ওপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমরা সরছি না।

সুমাইয়া তাহমিন নামের আরেক শিক্ষার্থী জানান, অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক এবং তা মানতেই হবে। না হলে আন্দোলন চলবে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এবং আবদুল গণি সড়কে অবস্থান করেছেন। সোমবার সকাল ১০টায় সাধারণ জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের শিক্ষা ভবনের পেছনের অংশে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ডিসেম্বর) সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড় অবরোধ করেন। বিকেলে হাইকোর্ট মোড় অবরোধে অংশ নেন, যার কারণে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশ না হওয়া পর্যন্ত তারা অবস্থান ও আন্দোলন চালিয়ে যাবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD