ইসি সচিবের আচরণে ক্ষোভ, নিন্দা জানালেন কর্মকর্তারা

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিবের ‘অপ্রত্যাশিত আচরণে’ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞাপন
জানা যায়, গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ন্যায্য দাবি সংক্রান্ত কার্যবিবরণী হস্তান্তর করার সময় জ্যেষ্ঠ সচিব কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আচরণ করেছেন।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই আচরণে অফিসিয়াল কাজ বাধাগ্রস্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।
গত ৬ ডিসেম্বর রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জরুরি সভায় (রাত ৮:৩০) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সদস্যরা বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে ৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সদস্য সচিব মো. ইউসুফ-উর-রহমান ও আহ্বায়ক কার্যবিবরণী স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
সভায় গুরুত্বারোপ করা হয় নির্বাচন কমিশন সার্ভিস কমিশন বাস্তবায়ন, পেশাগত উন্নয়ন এবং পদোন্নতি প্রক্রিয়ার দ্রুত কার্যকর করার বিষয়ে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
১. নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়ন: দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ।
বিজ্ঞাপন
২. রিটার্নিং অফিসার নিয়োগে পরিবর্তন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে ইসি-এর নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ। মেট্রোপলিটন এলাকার প্রতিটি আসনে দুজন সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা/থানা কর্মকর্তা হিসেবে ইউএনওদের নিয়োগ।
৩. পদোন্নতি ও আপগ্রেডেশন: উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ৯ম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতি প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়নের আহ্বান।
৪. অফিসকে স্বয়ংসম্পূর্ণকরণ: ডাটা এন্ট্রি ও স্ক্যানিং অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী পদ সৃষ্টিসহ দীর্ঘদিনের অভিজ্ঞ জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর।
বিজ্ঞাপন
৫. পূর্ণাঙ্গ কমিটি ও ঐক্য পরিষদ: উপজেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ ও আঞ্চলিক কমিটি দ্রুত ঘোষণা এবং সহকারী কর্মকর্তা সমিতির সঙ্গে ঐক্য পরিষদ গঠন।
৬. যানবাহন সরবরাহ: উপজেলা নির্বাচন কর্মকর্তার জন্য ডাবল কেবিন পিকআপ এবং সহকারী কর্মকর্তার জন্য নতুন মোটরসাইকেল। বিকল্পভাবে উপজেলা চেয়ারম্যানের অব্যবহৃত যান বরাদ্দের দাবি।
বিজ্ঞাপন
৭. ভোটার তালিকা মুদ্রণ: আসন্ন নির্বাচনে ভোটার তালিকা মুদ্রণের দায়িত্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসারের কাছে রাখা।
৮. সিইসিকে ধন্যবাদ জ্ঞাপন: সার্ভিস কমিশন বাস্তবায়ন, আপগ্রেডেশন ও পদোন্নতির বিষয়ে আন্তরিকতার আশ্বাস দেওয়ার জন্য ধন্যবাদ।
৯. সচিবের আচরণে নিন্দা: ২ ডিসেম্বর, কার্যবিবরণী হস্তান্তরের সময় সিনিয়র সচিব কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ‘অপ্রত্যাশিত আচরণ’ করেন। কর্মকর্তারা এ আচরণের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও কর্মকর্তাদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।








