Logo

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুঁড়ে দুই কলেজের সংঘর্ষ থামাল পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৬
13Shares
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুঁড়ে দুই কলেজের সংঘর্ষ থামাল পুলিশ
ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি এলাকায় আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জের ধরে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং হাতাহাতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি সাউন্ড গ্রেনেড এবং পাঁচ রাউন্ড টিয়ারশেল ব্যবহার করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পেছনের গ্রিন রোডে দাঁড়িয়ে থাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দিকে ঢাকা কলেজের ৮-১০ জন শিক্ষার্থী লাঠি নিয়ে ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায় নিউমার্কেট থানা পুলিশ।

সংঘর্ষের ঘটনায় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়, পরে পরীক্ষার কারণে তাকে আইডিয়াল কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি ও স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে সমবেত হয় এবং দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষের সময় এক পুলিশ সদস্য আহত হন এবং তাকে ল্যাবএইড হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। তবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোড এলাকায় এখনও জড়ো রয়েছেন। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এঘটনা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে, কারণ এর আগে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল। সেই সময় হাতে গোলাপ এবং মুখে বন্ধুত্বের স্লোগান ধরে ভবিষ্যতে সংঘর্ষ এড়ানোর অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই সেই অঙ্গীকার ভেঙে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের মধ্যে বিরোধ মূলত আধিপত্য বিস্তার এবং পুরনো শত্রুতার কারণে উদ্ভূত হয়েছে। পরিস্থিতি পুনরায় শান্ত রাখতে তারা তৎপর রয়েছে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD