Logo

দীর্ঘ ১০ বছর বন্ধ্যাত্বের পর একসঙ্গে জন্ম দিলেন ৫ সন্তান

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:১৫
17Shares
দীর্ঘ ১০ বছর বন্ধ্যাত্বের পর একসঙ্গে জন্ম দিলেন ৫ সন্তান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দীর্ঘ ১০ বছরের বন্ধ্যাত্বের পর এক নারীর জীবনে এসেছে অপ্রত্যাশিত আনন্দ—একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও তিন মেয়ের জন্ম দেন সাতকানিয়ার বাসিন্দা এনি আক্তার (৩০)।

চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং নবজাতকরা সবাই সুস্থ আছেন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের মতে, বিয়ের পর ১০ বছর কেটে গেলেও সন্তান হয়নি। এরপর তারা রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির কাছে চিকিৎসার জন্য যান। ডা. সুমি তাদের পরামর্শ দেন ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতি অবলম্বন করতে। এই পদ্ধতিতে প্রথম মাসেই সাফল্য আসে।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেওয়া হয়। মা এবং নবজাতকরা স্বাভাবিকভাবেই সুস্থ আছেন। তবে সতর্কতার জন্য নবজাতকরা বর্তমানে পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম এবং ১ কেজি ৪০০ গ্রাম, আর বাকি দুইজনের ওজন ১ কেজি।

এই ঘটনা কেবল এনি আক্তার ও তার পরিবারের জন্য নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের সাফল্যের প্রতীক হিসেবেও আলোচিত। দীর্ঘদিনের অপেক্ষার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দানের আনন্দে পরিবারে চলছে উৎসবের মুহূর্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD