Logo

পুরোনো সেতু-কালভার্টেও ‘অতিরিক্ত চার্জ’, বাড়ছে ট্রেনের ভাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৯
14Shares
পুরোনো সেতু-কালভার্টেও ‘অতিরিক্ত চার্জ’, বাড়ছে ট্রেনের ভাড়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে আগামী ২০ ডিসেম্বর থেকে পূর্বাঞ্চলের সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি করছে। নতুন সিদ্ধান্তে শুধুমাত্র নতুন নির্মিত সেতু নয়, পুরোনো সেতু ও কালভার্টেও ‘এক্সট্রা ডিসটেন্স অব পন্টেজ চার্জ’ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের পর পূর্বাঞ্চল রেলের বাণিজ্যিক বিভাগ গতকাল (৮ ডিসেম্বর) নতুন ভাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন হিসাব অনুযায়ী সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পাবে।

রেলওয়ে সূত্র জানায়, ১০০ মিটার বা তার বেশি সেতু–কালভার্টে অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে। এর আগে প্রতি কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার হিসেবে গণনা করা হতো, এখন ২৫ কিলোমিটার হিসেবে ভাড়া নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

নতুন হিসাব অনুযায়ী ঢাকা–চট্টগ্রাম রুটের দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে ৩৮১ কিলোমিটারে উন্নীত হয়েছে। এতে মেইল ট্রেনে সর্বোচ্চ ১৫ টাকা, কমিউটার ট্রেনে ২০ টাকা, শোভন চেয়ার ৪৫ টাকা, প্রথম সিট ৬৪ টাকা, স্নিগ্ধা ৮০ টাকা এবং এসি বার্থে ১৪৩ টাকা ভাড়া বৃদ্ধি পাবে। অন্যান্য বিরতিহীন ট্রেনেও সমানভাবে ভাড়া বৃদ্ধি হবে।

ঢাকা–কক্সবাজার রুটে দূরত্ব ৫৩৫ কিলোমিটার থেকে ৫৮৬ কিলোমিটারে উন্নীত হওয়ায় শোভন চেয়ার ৬০ টাকা, স্নিগ্ধা ১১৫ টাকা এবং এসি বার্থে সর্বোচ্চ ২০৭ টাকা ভাড়া বাড়বে। এছাড়া ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর এবং ঢাকা–দেওয়ানগঞ্জ রুটেও বিভিন্ন শ্রেণিতে ৫ থেকে ১২৬ টাকার মতো ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভাড়া সমন্বয় করা হয়নি। পরিচালন ব্যয় ও অবকাঠামোর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অতিরিক্ত খরচ সামাল দিতে সরকার পন্টেজ চার্জ আরোপ করেছে। এর আগে পদ্মা সেতু সহ পশ্চিমাঞ্চলের বড় সেতুগুলোতে এই ব্যবস্থা কার্যকর করা হয়। এবার পূর্বাঞ্চলের ১১টি সেতুতে চার্জ আরোপের মাধ্যমে ভাড়া সমন্বয় করা হলো।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ২০১৬ সালে সর্বশেষ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমাঞ্চলে পন্টেজ চার্জ থাকলেও পূর্বাঞ্চলে আগে এটি প্রযোজ্য ছিল না। এবার মাত্র ১১টি সেতুর জন্য চার্জ যুক্ত করা হচ্ছে। সাধারণ যাত্রীদের জন্য ভাড়া খুব বেশি বাড়ানো হয়নি।

বাণিজ্যিক বিভাগ জানিয়েছে, নতুন ভাড়া সংক্রান্ত তথ্য ইতোমধ্যে টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘সহজ (জেভি)’-কে পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর থেকে অগ্রিম টিকিটেও নতুন ভাড়া কার্যকর হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD