ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে এমন একটি নতুন ব্যবস্থা চালু করা হবে, যার ফলে ভ্যাট নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠানই ব্যবসা পরিচালনা করতে পারবে না।
বিজ্ঞাপন
আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে দেশে নিবন্ধিত ভ্যাট পেয়ার মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা মোট ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভ্যাট নেট এখনও খুবই ছোট এবং অনেক প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। চলতি মাসেই এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
আবদুর রহমান আরও বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের ৬ লক্ষ ৪৪ হাজার নিবন্ধিত ভ্যাট পেয়ার রয়েছে। ব্যবসা-বাণিজ্যের বাস্তব সংখ্যা ও এ পরিসংখ্যানের মধ্যে বড় ফারাক আছে। ভ্যাট নেট বড় করতে হবে। চলতি মাসেই আমরা এক লাখ নতুন প্রতিষ্ঠানকে নিবন্ধিত করার উদ্যোগ নেব।
প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানি করা মোবাইল ফোনে কর কমানো বা বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত সরকারের। এনবিআরের হাতে কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের স্বার্থ সবার উপরে। আমাদের ভূমিকা হলো সরকারের নীতিনির্ধারকরা যা সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়ন করা। ভ্যাট নীতি ও কর ব্যবস্থা দেশের বৃহত্তর স্বার্থে গঠিত হবে।
এনবিআর চেয়ারম্যানের মতে, নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশে ব্যবসার স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং কর প্রশাসনের সক্ষমতা শক্তিশালী হবে। এর পাশাপাশি ভ্যাট নেট সম্প্রসারণ ও নিবন্ধিত প্রতিষ্ঠান বৃদ্ধির মাধ্যমে সরকারি রাজস্ব সংগ্রহও বাড়ানো সম্ভব হবে।








