আগামী নির্বাচনে প্রার্থীদের দেওয়া হবে অস্ত্রের লাইসেন্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে অস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়ার ব্যবস্থা থাকত, এবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও যদি প্রয়োজন মনে করেন, তারা লাইসেন্স পাবে। ইতিমধ্যে যদি কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকে, তা ফেরত দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির জন্য সবাই দোয়া করবেন। সবার সমর্থনে তিনি আবার আমাদের মধ্যে ফিরে আসতে সক্ষম হবেন। হামলার সঙ্গে জড়িত আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করি, সকলের সহযোগিতায় খুব দ্রুত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় নাগরিকদেরও সতর্ক করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের তথ্য সরবরাহ করে তারা সরকারকে সহযোগিতা করলে পুরস্কারের পাশাপাশি ন্যায্য বিচার নিশ্চিত করা সম্ভব হবে।








