Logo

রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪৯
20Shares
রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে মন্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া দাবি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার জানান, আমি শুনেছি, এটি বোগাস কথাবার্তা। আমি এমন কোনো বক্তব্য দিইনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে একটি রিজয়েন্ডারও দেওয়া হয়েছে।

কমিশনার আরও বলেন, এআই-জেনারেটেড একটি ছবি প্রচার করা হয়েছে, যা দেখে রিজভী আমার বরাতে ভুয়া তথ্য ছড়িয়েছেন।

বিজ্ঞাপন

রিজভী শনিবার নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে দাবি করেছিলেন, পুলিশ কমিশনার বলেছেন, হত্যাকারী শনাক্ত হয়েছে, সে শিবিরের লোক। এখন আমি বলি, এটা বিএনপির কোনো নেতার বক্তব্য নয়। এটি যারা তদন্তকারী কর্মকর্তা, তারা বলছেন। এখন ফেসবুকে কী লিখবেন, আমি সেই ছাত্রনেতাকে জিজ্ঞেস করতে চাই।

তিনি আরও বলেন, তদন্ত হলো না, কিছু হলো না। এই এলাকায় বারবার এলেন মেয়র। তার সামাজিক অবস্থান, তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটি ছাত্রনেতা হয়েছেন। আপনার চেয়ে ৩৬ বছর আগে আমরা ছাত্রনেতা, আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি। আর আপনারা এটা করে দিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম বলে দিলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, শুধু একটি প্রশ্নই করবো। ঘটনার এক ঘণ্টা পরই ফেসবুকে একটি পক্ষ মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলেছে। এক ঘণ্টা পরই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কই, তাদের ওপর তো কোনো ধরনের হামলা হয়নি।

রিজভী অভিযোগ করে বলেন, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল। দেখা গেছে, সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছে। যারা একাত্তরে গণহত্যা ও মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের তো বিবেকবোধ বলে কিছু নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি মহল পাঁচ আগস্টের পর মব কালচার তৈরি করেছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। এখন তা প্রকাশ হয়েছে। আমরা অবিলম্বে এ ঘৃণ্য হামলার বিচার চাই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD