Logo

হাদির ওপর হামলার ঘটনায় ছড়ানো ফটোকার্ড নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩০
13Shares
হাদির ওপর হামলার ঘটনায় ছড়ানো ফটোকার্ড নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি ফটোকার্ড নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উল্লেখ করে অসৎ উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি ও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। এটি জনমনে ভুল ধারণা সৃষ্টির একটি ঘৃণ্য অপচেষ্টা।

বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের গুজব বা মিথ্যা তথ্যের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। ওসমান হাদির ওপর হামলাকারীরা ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি আরও জানিয়েছে, জনমনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করার সাথে জড়িত ব্যক্তিদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য জনগণকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এই পদক্ষেপের মাধ্যমে হাদির ওপর হামলার ঘটনার সত্যতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা রুখতে চেষ্টার কথা জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD