Logo

একাত্তরের মতো দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮
6Shares
একাত্তরের মতো দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে পরাজয়ের আভাস পেয়ে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে। এর অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওসমান হাদি ভাই বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা জানতে পেরেছি, আরও অনেককে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করার একটি পরিকল্পনা।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল।

বিজ্ঞাপন

তিনি জানান, সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে আসছে। এদিন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসকে দেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি মর্মস্পর্শী ও স্মরণীয় দিন হিসেবে স্মরণ করার পাশাপাশি বর্তমান সময়ে গণতান্ত্রিক ও নেতৃত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্ব পুনর্ব্যক্ত করার দিন হিসেবেও এ আয়োজন পালন করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD