বিজয় দিবসে এড়িয়ে চলতে হবে গাবতলী–আমিনবাজার–সাভার সড়ক

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে ঢাকার গাবতলী–আমিনবাজার ব্রিজ–সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে বিশেষ যান চলাচল থাকবে।
এ সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা সংগঠনের প্রতিনিধিরা ওই সড়ক ব্যবহার করবেন।
বিজ্ঞাপন
এই বিশেষ ব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, ব্যক্তিগত কার ও সিএনজিসহ সব ধরনের যানবাহনকে গাবতলী–আমিনবাজার ব্রিজ–সাভার রোড ব্যবহার না করে বিকল্প সড়ক দিয়ে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ।
ডিএমপি নির্ধারিত বিকল্প সড়কগুলো হলো—
গাবতলী থেকে সাভারগামী যানবাহনের জন্য ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং অতিক্রম করে আশুলিয়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে যাওয়া যানবাহনগুলো টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি ক্রসিংয়ের পথ ধরবে।
আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলো নবীনগর বাজারে বামে মোড় নিয়ে আশুলিয়া হয়ে চলাচল করবে।
বিজ্ঞাপন
টাঙ্গাইল থেকে ঢাকামুখী যানবাহনের জন্য কালিয়াকৈর–গাজীপুর চৌরাস্তা–টঙ্গী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠানের সময় নগরবাসী, যানবাহনের মালিক ও শ্রমিকদের পুলিশের দিকনির্দেশনা মেনে চলতে এবং নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
মহান বিজয় দিবসের কর্মসূচি নির্বিঘ্ন রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।








