ওসমান হাদিকে নিয়ে ‘দুঃসংবাদ’ জানাল মেডিকেল বোর্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে। তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড জানিয়েছে, সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন শেষে হাদিকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৪ ডিসেম্বর পুনঃমূল্যায়নে দেখা গেছে, তার মস্তিষ্কে অতিরিক্ত চাপ এবং ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্টেমে আঘাত এবং বাড়তি সেরিব্রাল ইডেমার কারণে তার রক্তচাপ ওঠানামা করছে। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকলেও, রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট অব্যাহত রয়েছে।
ফুসফুসের কার্যকারিতা ও ভেন্টিলেটর সাপোর্ট বর্তমানে স্থিতিশীল রয়েছে। চেস্ট ড্রেইন টিউব সচল রয়েছে। কিডনির কার্যক্ষমতা আপাতত ভালো আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের হরমোনগত ভারসাম্যহীনতার ফলে প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে তারতম্য হচ্ছে, যা মেডিকেল বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্য নিয়ন্ত্রণে রয়েছে এবং ব্লাড সুগার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পরিবার বা সরকারের মাধ্যমে দেশে বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতাল ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা করবে।
বিজ্ঞাপন
হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, অ্যানেস্থেসিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, কার্ডিওথোরাসিক সার্জারি, বক্ষব্যাধি সার্জারি, অর্থোপেডিক্স, নাক-কান-গলা ও হেমাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্টরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এভারকেয়ার হাসপাতালের ডিএমএস ডা. আরিফ মাহমুদ।
বিজ্ঞাপন
শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর, শুক্রবার, জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।








