Logo

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হবে কি নির্বাচন? যা বলছে কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮
327Shares
খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হবে কি নির্বাচন? যা বলছে কমিশন
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনীত আসনগুলোর ভোট কার্যক্রম স্থগিত হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট করে বলেছে, খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনী তফসিলে প্রভাব ফেলবে না।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মারা গেলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার নিয়ম আছে। এই অবস্থায় রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেই আসনের ভোট কার্যক্রম বাতিল করবেন এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। তবে আইনের এই বিধান প্রযোজ্য হতে হলে প্রার্থীকে বৈধভাবে মনোনীত হতে হবে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনের মধ্যে বলা আছে, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে। কিন্তু খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হিসেবে গণ্য হননি। এছাড়া বিএনপি ইতোমধ্যেই তার আসনগুলোতে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছে। তাই কোনো সমস্যা হওয়ার কথা নেই।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আরপিও-এর বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এসব আসনে বিকল্প প্রার্থীও বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে।

বিজ্ঞাপন

ফলে খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনী তফসিলে সরাসরি প্রভাব ফেলবে না এবং আসন্ন ভোট নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD