Logo

খালেদা জিয়ার মৃত্যুতে দায় রয়েছে ফ্যাসিস্ট হাসিনার: আসিফ নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪০
8Shares
খালেদা জিয়ার মৃত্যুতে দায় রয়েছে ফ্যাসিস্ট হাসিনার: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট সরকার এবং শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। প্রহসনের মিথ্যা রায়ের মাধ্যমে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যদিও এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে তাকে সঠিক সময়ে পাওয়া গেলে সুচিকিৎসার সুযোগ পেতেন।

বিজ্ঞাপন

ড. আসিফ নজরুল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি শহিদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে।

তিনি সভার বিবরণে বলেন, জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। তার অবস্থান বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে অক্ষয় ও অবিনশ্বর। জানাজার নামাজের সময় আমরা চাই এটি শৃঙ্খলার সঙ্গে এবং ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হোক।

বিজ্ঞাপন

ড. আসিফ নজরুল জানান, সভায় খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং একইদিন সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বিশ্বের যেকোনো স্থানে বাংলাদেশের দূতাবাসে শোক বই খোলার ব্যবস্থা নেওয়া হবে। সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। সরকার জানাজার আয়োজন ও দাফন প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD