খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জাতিসংঘের

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় জাতিসংঘের অফিস থেকে এই শোক বার্তা দেওয়া হয়।
শোকবার্তায় জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারা গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক সময়ে জাতিসংঘ তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
জাতিসংঘের শোকবার্তায় বলা হয়েছে, তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।








