বাণিজ্য মেলায় বাস সার্ভিস দেবে বিআরটিসি

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যাত্রী সাধারণকে নিরাপদ এবং সাশ্রয়ী ভাড়ায় পরিবহন সেবা প্রদান করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আসন্ন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে বিআরটিসির সাটল বাস সার্ভিস শুরু হবে আগামী ১লা জানুয়ারি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এ তথ্য জানান।
বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রা কে সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকেট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইন এ টিকেট প্রাপ্তির ঠিকানা: www.brtc.gov.bd
বিজ্ঞাপন
ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসি উক্ত শাটল বাস সার্ভিস ১ জানুয়ারি শুরু হয়ে চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। বিরতি স্থান (স্টপেজ): বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/ খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ৮ টা হতে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে প্রতিদিন সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১ টায়।
কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আসন্ন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি হতে শুরু হবে যা ৩১ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার পূর্বাচল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।







