বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা চীনের

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি আশা প্রকাশ করেছে যে, আসন্ন নির্বাচন হবে নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু।
বিজ্ঞাপন
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই মন্তব্য করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
লিন জিয়ান বলেন, চীন লক্ষ্য করেছে যে বাংলাদেশ সরকার আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বেইজিং।
বিজ্ঞাপন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চীন আশা করে বাংলাদেশে একটি নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি উল্লেখ করেন, চীন বিশ্বাস করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক মহল দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে লিন জিয়ান জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, রাজনৈতিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশা চীনের।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের এই মন্তব্য দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে একটি ইতিবাচক বার্তা বহন করে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অংশীদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বেইজিং—এমন ইঙ্গিতও এতে পাওয়া যায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে চীনের প্রকাশ্য প্রত্যাশা আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচন নিয়ে আলোচনাকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







