খালেদা জিয়ার মৃত্যুতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ।
বিজ্ঞাপন
এক শোকবার্তায় জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রয়াণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং দেশের পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন এই নেত্রীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সহনশীলতা, দৃঢ়তা ও নিষ্ঠা চিরকাল দেশ ও জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।








